দৃশ্যমান ও অদৃশ্যমান লেনদেন কোনগুলো??
দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেন ২ প্রকার।যথাঃ
১)দৃশ্যমান লেনদেন।
২)অদৃশ্যমান লেনদেন।
১)দৃশ্যমান লেনদেনঃ যে সকল লেনদেনের প্রভাব বা ফলাফল চোখে দেখা যায় তাকে দৃশ্যমান লেনদেন বলে। কিছু দৃশ্যমান লেনদেনের উদাহরণঃ
১.পণ্য ক্রয় ১০০০০ টাকা।
২.মেশিন ক্রয় ৪০০০০০ টাকা।
৩.ব্যাংক হতে ঋণ গ্রহণ ৪০৫০০ টাকা।
৪.দেনাদারের নিকট হতে প্রাপ্তি ৫০০০ টাকা।
৫.পাওনাদারকে পরিশোধ ৪০০০ টাকা।
২)অদৃশ্যমান লেনদেনঃ যে সকল লেনদেনের প্রভাব বা ফলাফল চোখে দেখা যায় না তাকে অদৃশ্যমান লেনদেন বলে। কিছু অদৃশ্যমান লেনদেনের উদাহরণঃ
১.স্থায়ী সম্পত্তির অবচয় ৪০০ টাকা।
২.সুনামের অবোলোপন ৩০০ টাকা।
৩.প্রাথমিক খরচের অবোলোপন ৪০০ টাকা।