অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেন কত প্রকার??
অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেন ৩ প্রকার ।
১) নগদ লেনদেন।
২) ধারে লেনদেন / বাকি লেনদেন।
৩) অনগদ লেনদেন।
১) নগদ লেনদেন: যে লেনদেনে ঘটার সাথে সাথে নগদ টাকা আদান প্রদান করা হয় তাকে নগদ লেনদেন বলে । অথবা বলা যেতে পারে যে লেনদেনকে ডেবিট-ক্রেডিট করিলে নগদান অথবা ব্যাংক হিসাব পাওয়া যায় তাকে নগদ লেনদেন বলে। বেতন প্রদান ৪০০০ টাকা এটি একটি নগদ লেনদেন কারন বেতন দেয়ার ফলে নগদ প্রদান হয়েছে । ভিন্নভাবে চিন্তা করলে, বেতন প্রদানকে ডেবিট-ক্রেডিট করলে দাড়ায় বেতন হিসাব ডে. নগদান হিসাব ক্রে. । এখানে নগদান ক্রেডিট হয়েছে তাই এটি একটি নগদ লেনদেন। আরো কিছু নগদ লেনদেনের উদাহরণঃ
রহিমের নিকট হতে নগদে পণ্য ক্রয় ৪০০০ টাকা।
পণ্য বিক্রয় ৫০০০ টাকা।
করিমকে পরিশোধ ২৯০০ টাকা।
দেনাদারের নিকট হতে প্রাপ্তি ৭০০০ টাকা।
শিক্ষানবিস সেলামি ৩০০০ টাকা।
বকেয়া বেতন প্রদান ৩৫০০ টাকা।
২)ধারে লেনদেনঃ যে লেনদেন বাকিতে সংঘটিত হয় অর্থাৎ লেনদেন ঘটার সাথে সাথে নগদ টাকা আদান প্রদান করা হয় না তাকে ধারে লেনদেন বলে । অথবা বলা যেতে পারে যে লেনদেনকে ডেবিট-ক্রেডিট করিলে প্রাপ্য অথবা প্রদেয় হিসাব পাওয়া যায় তাকে ধারে লেনদেন বলে। যেমনঃ বাকিতে পণ্য ক্রয় ২০০০ টাকা। এখানে বাকিতে ক্রয় করা হয়েছে নগদ টাকা প্রদান করা হয় নি তাই এটি একটি ধারে লেনদেন । অন্যভাবে ভাবলে এখানে ক্রয় ডেবিট – প্রদেয় ক্রেডিট । এখানে প্রদেয় হিসাব পাওয়া যায় তাই এটি একটি ধারে লেনদেন । আরো কিছু নগদ লেনদেনের উদাহরণঃ
জামালের নিকট পণ্য বিক্রয় ৬০০০ টাকা। [ নাম উল্লেখ থাকলে সাথে নগদ লিখা না থাকলে সেটা বাকিতে ]
ধারে পণ্য ক্রয় ৩০০০ টাকা।
বিদ্যুৎ বিল পাওয়া গেলো ৯০০ টাকা । [বিলের কাগজ পাওয়া গেছে পরিশোধ করা হয় নি]
বেতন বকেয়া রয়েছে ২০০০ টাকা।
৩)অনগদ লেনদেনঃ নগদ ও ধারে লেনদেন ছাড়া ভবে আছে যারা তারাই হলো অনগদ লেনদেন । অথবা বলা যেতে পারে যে লেনদেনকে ডেবিট-ক্রেডিট করিলে নগদান-ব্যাংক ও প্রাপ্য অথবা প্রদেয় কোনো হিসাবই পাওয়া যায় না তাকে অনগদ লেনদেন বলে।যেমনঃ আসবাবপত্রের অবচয় ৫০০ টাকা এখানে নগদান-ব্যাংক ও প্রাপ্য অথবা প্রদেয় কোনো হিসাবই নেই তাই এটি অনগদ লেনদেন।আরো কিছু অনগদ লেনদেনের উদাহরণঃ
যন্ত্রপাতির অবচয় ধার্য ৬০০ টাকা।
সুনামের অবলোপন ২০০০ টাকা।
বিনামুল্যে পণ্য বিতরণ ৮০০ টাকা।
বাট্টা প্রাপ্তি অথবা প্রদান ৩০০ টাকা।
রহিমকে ৫০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৪৫০০ টাকা প্রদান । [ শুধুমাত্র প্রাপ্ত বাট্টা/ ডিসকাউন্ট ৫০০ টাকা অনগদ লেনদেন বাকি ৪৫০০ টাকা নগদ লেনদেন]
জনাব কাশেমের নকিট হতে ৭০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৬০০০ টাকা প্রাপ্তি । [ শুধুমাত্র প্রদত্ত বাট্টা/ ডিসকাউন্ট ১০০০ টাকা অনগদ লেনদেন ]
শেয়ারের বিনিময়ে জমি ক্রয় ৫০০০০ টাকা।