নামিক হিসাব কাকে বলে?? উদাহরণ??
সনাতন পদ্ধতিতে হিসাব প্রধানত ২ প্রকার। (Traditional Method)
১) ব্যক্তিবাচক হিসাব । (Personal Account)
২) অ-ব্যক্তিবাচক হিসাব। ( Non-personal account)
আবার, অ-ব্যক্তিবাচক হিসাব ২ প্রকার।
ক) সম্পত্তিবাচক হিসাব।(Property account)
খ) নামিক হিসাব। ( Nominal account)
আয়-ব্যয়বাচক/ নামিক হিসাব: লাভ-লস সক্রান্ত লেনদেন যে হিসাবে লিখা হয় তাকে নামিক হিসাব বলে। সকল প্রকার আয় ব্যয় এই হিসাবে লিপিবদ্ধ হয়। যেমন: ক্রয়, বিক্রয়, বেতন , ভাড়া, উপভাড়া ।নামিক হিসাবকে ২ ভাগে ভাগ করা যেতে পারে–
i)আয় সক্রান্ত: সকল প্রকার আয়। ( বিক্রয়, সেবা আয়, কমিশন প্রাপ্তি, উপভাড়া ইত্যাদি)
ii) ব্যয় সক্রান্ত : সকল প্রকার ব্যয়। ( বেতন, মজুরি, ভাড়া, পরিবহন খরচ ইত্যাদি)
হিসাব সম্পর্কে বিস্তারিত জানতে দেখতে পাড়েন: হিসাব কাকে বলে? কত প্রকার ? সনাতন ও আধুনিক পদ্ধতিতে হিসাব